ডেমরার অপহৃত মাদ্রাসা ছাত্রী গাবতলীতে উদ্ধার:অপহরনকারী কারাগারে
- আপলোড সময় : ০৭:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ৪৪৪ বার পড়া হয়েছে
ডেমরা থেকে অপহৃত (১৫) মাদ্রাসার মিজান বিভাগের এক ছাত্রীকে ঢাকার গাবতলী এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় অপহরণকারী মো. সজিব আহম্মেদকে (২০) গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালে ওই দিন বিকালেই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে উদ্ধারের পর মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ। গত ৩০ এপ্রিল রাতে মায়ের সাথে একটি ফার্মেসীতে জরুরী ওষুধ কিনতে আসলে পূর্বপরিকল্পিতভাবে সজিব মেয়েটিকে অপহরণ করে। গ্রেফতার সজিব ডেমরা মোস্তমাঝী হানিফের বাড়ীর ভাড়াটিয়া ও ভোলার দৌলতখান থানার উত্তর জয়নগর গ্রামের মো. জামালের ছেলে। এ বিষয়ে গত বুধবার (১ মে) দিবাগত রাতে ভুক্তভোগীর বাবা ডেমরা থানায় সজিবের বিরুদ্ধে মামলা করেন।
বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো.জহিরুল ইসলাম বলেন, মাদ্রাসায় যাওয়া আসার পথে সজিব ভুক্তভোগীকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত্য করতো। আর বারবার ওই প্রস্তাব প্রত্যাক্ষাণ করায় ক্ষিপ্ত হয়ে সজিব মেয়েটিকে অপহরণ করে। আর প্রযুক্তি ব্যবহার করে ডেমরা থানার এস.আই মো. সেলিম বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করে।