ক্রাইম কনফারেন্স ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৫:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ৩৪৩ বার পড়া হয়েছে
নোয়াখালীতে ক্রাইম কনফারেন্স ও অপরাধ পর্যালোচনা সভা মে-২০২৪ অনুষ্ঠিত হয়।
রোববার (০৯ জুন) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে মে/২০২৪ মাসের ক্রাইম কনফারেন্স ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন,নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম।
নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে অপরাধ সম্পর্কে অবহিত করণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে নোয়াখালী জেলায় সংঘটিত ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন সহ জেলার আইন শৃঙ্খলা পরিস্হিতি সমুন্নত রাখার স্বীকৃতি স্বরূপ, নোয়াখালী জেলার অফিসার ও ফোর্সকে মে/২০২৪ খ্রিষ্টাব্দ মাসের সার্বিক কার্যক্রম বিবেচনা করে সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান করেন।
সভায় নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে মে/২৪ মাসের সকল থানার অফিসার ইনচার্জ ও অফিসার ইনচার্জ , পিবিআই,সিআইডি সহ সকল সংস্থার মাসিক অপরাধ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এসময় ধর্ষণ, ডাকাতি, খুন চিনতাই এসকল বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করার নির্দেশ দেন। এছাড়া মাদক, চুরি, ইভটিজিং রোধকল্পে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব পিপিএম-বার, নোয়াখালীর সহকারী পুলিশ সুপার, (চাটখিল সার্কেল), নিত্যানন্দ দাস, নোয়াখালীর সহকারী পুলিশ সুপার,(হাতিয়া সার্কেল) মোঃ আমান উল্লাহ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ।