ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:৩৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ৫২৪ বার পড়া হয়েছে

বায়ুদূষণের নগর ঢাকা। দূষণের তালিকয় শীর্ষে থাকা যেন ঢাকার পিছু ছাড়ে না। আজ সকালে বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষ ঢাকা। আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের স্কোর ছিল ১৭৪। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। একই সময়ে একিউআই স্কোর ১৬২ নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৫৬। চতুর্থ কুয়েতের কুয়েত সিটি, স্কোর ১৪৪ আর পঞ্চম স্থানে আছে পাকিস্তানেরই আরেক শহর করাচি, স্কোর ১৩৯।
একইসময় ১৩৪ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৩২ স্কোর নিয়ে সপ্তম চীনের শেনিয়াং। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আছে অষ্টম স্থানে, স্কোর ১২৯। ১২৬ স্কোর নিয়ে নবম স্থানে চিলির সান্তিয়াগো আর ১২৩ স্কোর নিয়ে দশম স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

আপলোড সময় : ১১:৩৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

বায়ুদূষণের নগর ঢাকা। দূষণের তালিকয় শীর্ষে থাকা যেন ঢাকার পিছু ছাড়ে না। আজ সকালে বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষ ঢাকা। আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের স্কোর ছিল ১৭৪। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। একই সময়ে একিউআই স্কোর ১৬২ নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৫৬। চতুর্থ কুয়েতের কুয়েত সিটি, স্কোর ১৪৪ আর পঞ্চম স্থানে আছে পাকিস্তানেরই আরেক শহর করাচি, স্কোর ১৩৯।
একইসময় ১৩৪ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৩২ স্কোর নিয়ে সপ্তম চীনের শেনিয়াং। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আছে অষ্টম স্থানে, স্কোর ১২৯। ১২৬ স্কোর নিয়ে নবম স্থানে চিলির সান্তিয়াগো আর ১২৩ স্কোর নিয়ে দশম স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন