নোয়াখালীর সেনবাগের আত্ম ও সমাজ কল্যাণ বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আরিফ ও সম্পাদক মোতালেব
- আপলোড সময় : ০৭:৪১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে
নোয়াখালী সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন আত্ম ও সমাজ কল্যাণ বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর ২০২৫ ইং সালের কার্যনির্বাহী পরিষদের ২১ জানুয়ারী
আত্ম ও সমাজ কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চৌমুহনী বাজারে অবস্থিত মোরশেদ টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবদুল মোতালেব,সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক তোফায়েল আহমেদ মিন্টু,সদস্য নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ নুর নবী, মোঃ আবু সালমান, মোঃ দুলাল হোসেন, শেখ মুজিবুল হক, আব্দুল মালেক বাচ্চু, মোহাম্মদ মানিক।২০০৮ সাল থেকে সুনামের সহিত এই সংগঠনটি দীর্ঘ ১৬ বছর অতিক্রম করেছে। প্রতি (৩) তিন বছর অন্তর অন্তর সমবায় অধিদপ্তরের নিয়ন্ত্রণে উপজেলা সমবায় অফিসের তত্ত্বাবধানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালেট পেপারের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হয়, সাধারণ সদস্যগণ ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের মনোনীত পছন্দের ব্যক্তিদের আত্ম সমাজকল্যাণ বহুমুখী সমবায় সমিতি পরিচালনা করার জন্য কার্যনির্বাহী পরিষদ মনোনীত করেন। নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন, সেনবাগ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।