সাংবাদিক নাদিমকে হত্যার বিচারের দাবীতে নকলা প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- আপলোড সময় : ০৭:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ৪৭৩ বার পড়া হয়েছে
শেরপুরের নকলায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭জুন) সকাল ১১টার সময় নকলা প্রেসক্লাবের আয়োজনে পুরাতন হলচত্বর মোড়ে ওই মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নির্ভিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী, নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, আজকের পত্রিকা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, বিজয় টিভির প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, অপরাধ তথ্যচিত্রের আরিফ প্রমুখ। এসময় নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্ধ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় ১০ থেকে ১২ জন দুর্বৃত্তের হামলায় সাংবাদিক নাদিম মারাত্মকভাবে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বিকাল ২:৪৫ মিনিটে দিকে চিকিৎসাধীন অবস্থায় মারাযান।