ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের কঠিন সময় আসছে, পাপনের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ৪২২ বার পড়া হয়েছে

মিরপুর টেস্টে আজ আফগানিস্তানকে রেকর্ড ৫৪৬ রানে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দল। সেই উচ্ছ্বাসের ঢেউ ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও। মিরপুর টেস্ট জেতার আনন্দের মধ্যেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সতর্ক করলেন বাংলাদেশ দলের সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে।
মিরপুর টেস্ট আফগানিস্তান খেলতে এসেছিল অনভিজ্ঞ সব খেলোয়াড়দের নিয়ে। ঈদের পর সাদা বলের সিরিজে আফগানরা যে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে আসবে, না বললেও চলছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তারা আবার যথেষ্ট শক্তিশালী। আগামী পাঁচ মাসে বাংলাদেশ দলের বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আগামী পাঁচ মাসে।
আজ বিকেলে সাংবাদিকদের পাপন তাই বলছেন, ‘তবে কঠিন সময় আসছে। কঠিন সময় বলতে আফগানিস্তানের বিপক্ষে সামনে যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওদের সেরা বোলাররা খেলবে। আমাদের আশা ওখানেও এভাবে জিতি। এরপর এশিয়া কাপ (সেপ্টেম্বরে), তারপর নিউজিল্যান্ড (সেপ্টেম্বরে), এরপর বিশ্বকাপ (অক্টোবর-নভেম্বরে)। এখন সব কঠিন কঠিন খেলা।’
বাংলাদেশ হারলে আগে পাপনের মন খারাপ হতো। এখন অবশ্য তাঁর মানসিকতায় পরিবর্তন এসেছে। বিসিবি সভাপতি বলছেন, ‘এসব কঠিন খেলায় যদি ভালো খেলি, জয়-পরাজয় কোনো ব্যাপার না। আগে হারলে আমার মন খুব খারাপ হতো। এখন একটু পরিবর্তন হয়েছে। দেখি (দল) ভালো খেলছে কি না। হারতেই তো পারি। বড় কথা, হচ্ছে ভালো খেলা। এখন যে মানসিকতায় খেলছে, এটা ভালো লাগছে। তিন সংস্করণে যদি আমরা এটা ধরে রাখতে পারি, তবেই খুশি।’
এখন সবাই যে মানসিকতায় ক্রিকেটকে এগিয়ে নিচ্ছে তাতে বিসিবি সভাপতি খুশি। পাপন সংবাদমাধ্যমকে বলছেন, ‘ক্রিকেট বোর্ড সব সময়ই থাকবে। ক্রিকেট সারা জীবন থাকবে। অনেক খেলোয়াড় থাকবে, যারা অনেক দিন খেলবে। আমি তো স্থায়ী নই। সবাই মিলে চেষ্টা করছি, পরিকল্পনা করছি। পরিকল্পনা ভুলও হতে পারে, সঠিক হতে পারে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের কঠিন সময় আসছে, পাপনের সতর্কতা

আপলোড সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

মিরপুর টেস্টে আজ আফগানিস্তানকে রেকর্ড ৫৪৬ রানে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দল। সেই উচ্ছ্বাসের ঢেউ ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও। মিরপুর টেস্ট জেতার আনন্দের মধ্যেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সতর্ক করলেন বাংলাদেশ দলের সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে।
মিরপুর টেস্ট আফগানিস্তান খেলতে এসেছিল অনভিজ্ঞ সব খেলোয়াড়দের নিয়ে। ঈদের পর সাদা বলের সিরিজে আফগানরা যে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে আসবে, না বললেও চলছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তারা আবার যথেষ্ট শক্তিশালী। আগামী পাঁচ মাসে বাংলাদেশ দলের বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আগামী পাঁচ মাসে।
আজ বিকেলে সাংবাদিকদের পাপন তাই বলছেন, ‘তবে কঠিন সময় আসছে। কঠিন সময় বলতে আফগানিস্তানের বিপক্ষে সামনে যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওদের সেরা বোলাররা খেলবে। আমাদের আশা ওখানেও এভাবে জিতি। এরপর এশিয়া কাপ (সেপ্টেম্বরে), তারপর নিউজিল্যান্ড (সেপ্টেম্বরে), এরপর বিশ্বকাপ (অক্টোবর-নভেম্বরে)। এখন সব কঠিন কঠিন খেলা।’
বাংলাদেশ হারলে আগে পাপনের মন খারাপ হতো। এখন অবশ্য তাঁর মানসিকতায় পরিবর্তন এসেছে। বিসিবি সভাপতি বলছেন, ‘এসব কঠিন খেলায় যদি ভালো খেলি, জয়-পরাজয় কোনো ব্যাপার না। আগে হারলে আমার মন খুব খারাপ হতো। এখন একটু পরিবর্তন হয়েছে। দেখি (দল) ভালো খেলছে কি না। হারতেই তো পারি। বড় কথা, হচ্ছে ভালো খেলা। এখন যে মানসিকতায় খেলছে, এটা ভালো লাগছে। তিন সংস্করণে যদি আমরা এটা ধরে রাখতে পারি, তবেই খুশি।’
এখন সবাই যে মানসিকতায় ক্রিকেটকে এগিয়ে নিচ্ছে তাতে বিসিবি সভাপতি খুশি। পাপন সংবাদমাধ্যমকে বলছেন, ‘ক্রিকেট বোর্ড সব সময়ই থাকবে। ক্রিকেট সারা জীবন থাকবে। অনেক খেলোয়াড় থাকবে, যারা অনেক দিন খেলবে। আমি তো স্থায়ী নই। সবাই মিলে চেষ্টা করছি, পরিকল্পনা করছি। পরিকল্পনা ভুলও হতে পারে, সঠিক হতে পারে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন