মিরপুর বিআরটিএ দালালমুক্ত করবে আনসার কমান্ডার কাঞ্চন
- আপলোড সময় : ০২:৩৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ৪৭০ বার পড়া হয়েছে
(ঢাকা থেকে, মিঠুন) মিরপুর বিআরটিএ নানা রকম দালাল ও প্রতারক চক্রের দেখা মেলে।
এতে সাধারন জনগনের চরম ভোগান্তি পরতে হয় গাড়ি সংক্রান্ত কোন কাজে গেলে, দরবেশ বাবাদের সাথে দেখা না করলে কোন ভাবেই বিআরটিএর কাজ সম্পর্ন হয়না।
চরম এই দূর্ভোগ চলে আসছে বহু দিন ধরে। তাই নিরাপত্তা বাহিনীর সদ্য আনসার কমান্ডার কাঞ্চন অল্প কিছু দিন হলো মিরপুর বিআরটিএ এর নিরাপত্তার দ্বায়িত্ব পালন করছে।
সরেজমিনে প্রতিবেদনে করতে গেলে আনসার কমান্ডার কাঞ্চন বলেন আমি আমার উপর অর্পিত দ্বায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করবো।
সাধারন জনগণের এসে যাতে নিজের কাজ নিজেই করে নিতে পারে সে ব্যাপারে আমার আন্ডারে থাকা প্রতিটা আনসার কাজ করবে বলে সাংবাদিকদের আসস্ত করেন।
তিনি আরো বলেন মিরপুর বিআরটিএ ভিতরে কোন রকম প্রতারক চক্রকে অফিস চলাকালীন সময়ে ডোকতে দেয়া হয়না, তারপরেও যদি কোন দালাল কে পাওয়া যায়, তাকে নির্বাহী বিচার আওতাধীন করে জেল ও জরিমানা করা হয়।
প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এক সাক্ষাৎ কারে বলেন, আনসার বাহিনী জনগনের সেবক। জনগনকে সেবা দেয়াই তাদের মূল লক্ষ্য।
এর বাহিরে যদি কোন আনসার দূর্নীতির সাথে জরিয়ে পরে আর তা যদি তদন্ত কালীন সময়ে আমার কাছে আসে আমি কঠিন ব্যবস্হা নিতে বাধ্য থাকিব।