ডেমরায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২
- আপলোড সময় : ০২:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ৫২৪ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম- শফিকুল ইসলাম অভি ও মোঃ রাকিব। বৃহস্পতিবার রাত দুটার দিকে ডেমরার নড়াইবাগ কাউয়াটঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,ডেমরার নড়াইবাগ এলাকার কাউয়াটঙ্গী সাইফুল উলূম মাদ্রাসার সামনে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শফিকুল ও রাকিবকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুইটি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।