২য় ধাপের উপজেলা নির্বাচনে সেনবাগে আজ ভোট গ্রহণ : কে হবে চেয়ারম্যান
- আপলোড সময় : ০১:০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রার্থী আবু জাফর টিপু বনাম আনারস মার্কার প্রার্থী সাইফুল ইসলাম দিপু’র মধ্যে নির্বাচন আজ ২১ মে অনুষ্ঠিত হচ্ছে ।
মঙ্গলবার (২১ মে ) নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রার্থী আবু জাফর টিপু বনাম আনারস মার্কার প্রার্থী সাইফুল ইসলাম দিপু’র মধ্যে নির্বাচনের মাঠে খেলায় জনসাধারণের মুখে মুখে উচ্চারিত হচ্ছে আবু জাফর টিপু’ দোয়াত কলম মার্কায় দিবো ভোট, সেনবাগবাসী ঐক্যজোট।
এদিকে কাপ পিরিচ মার্কার হাসান মঞ্জুর তার নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের মাঠ থেকে দোয়াত কলম মার্কার প্রার্থী আবু জাফর টিপু কে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এবং দোয়াত কলম মার্কার প্রার্থী আবু জাফর টিপু কে ভোট দেয়ার জন্য তাঁর নেতাকর্মীদেরকে ইতোমধ্যে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। মাঠ পর্যায়ে জানা যায়, লায়ন জাহাঙ্গীর আলম মানিক ইতোমধ্যে নির্বাচন থেকে সরে গেছেন। নিষ্ক্রিয় প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ ও এডভোকেট জাকির হোসেন জুয়েল। সেনবাগের আমজনতার প্রতিধ্বনি শোনা যাচ্ছে দোয়াত কলমে দিবো ভোট, আমরা সেনবাগবাসী ঐক্যজোট।
অপর দিকে ভোটের মাঠে দল বল নির্বিশেষে আমজনতা উৎসাহ উদ্দীপনা সহকারে ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে যাবে বলে শোনা যায় । টিপু বনাম দিপু’র মাঝে লড়াই হবে কানায় কানায়। আজ ২১মে সেনবাগের ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের ভোটে কে জিতবে ? এ প্রশ্নে ১নং ছাতারপাইয়া ইউনিয়ন থেকে ৯নং ইউনিয়ন পর্যন্ত ” সকলের মুখে একটি কথা ভোট দিবো দোয়াত কলমে, টিপু ভাই কে বিজয়ের মালা আনবো পরিয়ে। আরো শুনা যাচ্ছে নির্বাচন বর্জন করা বিএনপি ও এর শরিক দলের নেতাকর্মীরা সেনবাগের স্বার্থে আবু জাফর টিপু’র দোয়াত কলম মার্কায় ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে যাবে।
সেনবাগের স্বার্থে কাপ পিরিচ মার্কার প্রার্থী হাসান মঞ্জুর সরে দাঁড়ানোর কারণে নির্বাচনের মোড় এককেন্দ্রিক ঘুরে দাঁড়িয়েছে ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আতাউর রহমান ভূঁইয়া মানিক দোয়াত কলম মার্কায় ভোট দেয়ার জন্য সেনবাগের ভোটারদেরকে আহবান জানান । কারণ সাইফুল ইসলাম দিপু আনারস প্রতীকের প্রার্থী এমপি মোরশেদ আলম এর সন্তান। পূর্বে থেকে সোনাইমুড়ী উপজেলার ভোটার তালিকা থেকে পরিবর্তন করে সেনবাগ উপজেলার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় সেনবাগের জনগণ তাঁকে প্রত্যাখ্যানের প্রেক্ষিতে জনসাধারণের মুখে একটি কথা শুনা যাচ্ছে, আমরা সেনবাগের, সেনবাগ আমাদের।
সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা গত ১৯ মে দিবাগত রাত ১২টায় শেষ হয়ে গেছে। এখন শুধু প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা সাধারণ ভোটারদের নিকট গিয়ে ভোট প্রার্থনা করে যাচ্ছে। নির্বাচনের মাঠে ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মোঃ গোলাম কবির এর মাইক মার্কা ও কামাল উদ্দিন চৌধুরীর তালা মার্কার মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে ও মহিলা ভাইস-চেয়ারম্যান এর মধ্যে জানা যায়, আমেনা বেগম বিপুল ভোটে নির্বাচিত হবে।
সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এর নিকট নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ করার জন্য প্রশাসন বদ্ধপরিকর।