নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপলোড সময় : ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (২৩ জুন) বিকেলে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ গোলাম কবির এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন কানন।
এসময় বক্তব্য রাখেন, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ২নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন ভূঁইয়া, ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিপি মোহন, সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক ও নোয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু, সেনবাগ উপজেলা কৃষক লীগের আহবায়ক ফারুক আহমেদ মিলন, মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া আক্তার বকুল, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম রুবেল, জিএস আবদুল গনি, আবু আব্বাস চৌধুরী, নাজমুল হুদা মাসুদ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ, ৪নং কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টিটু, জিএস মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুজ্জামান স্বপন, আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
অতঃপর বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।