জনগণের নিরাপত্তায় নির্ঘুম জেলা পুলিশ প্রধান
- আপলোড সময় : ০৬:১৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৬৭৯ বার পড়া হয়েছে
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীলরা এখন মাঠে- রাতের আঁধারেও থেমে নেই তাঁদের পদচারণা।
মঙ্গলবার ( ১১ নভেম্বর) গভীর রাতে নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয় হঠাৎ সেনবাগ থানায় আকস্মিক পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), ডিআইও-১ এবং জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম।
রাতের নিস্তব্ধতা ভেদ করে পুলিশের এই হঠাৎ উপস্থিতিতে থানা এলাকায় নেমে আসে সতর্কতা ও তৎপরতার ছোঁয়া। পুলিশ সুপার চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং থানার চেকপোস্টগুলোতে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে কথা বলেন।
তিনি দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নির্দেশনা দেন, “জনগণের জানমালের নিরাপত্তাই আমাদের প্রথম অঙ্গীকার। রাত হোক বা দিন, নোয়াখালীবাসী নিশ্চিন্তে ঘুমাবে-সেটাই নিশ্চিত করতে হবে।”
অভিযান শেষে পুলিশ সুপার থানা পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং মনোবল জোগান মাঠ পর্যায়ের সদস্যদের।
সেনবাগ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “পুলিশ সুপার নোয়াখালী মহোদয়কে ধন্যবাদ জানাই তাঁর নিরলস পরিদর্শন ও দিকনির্দেশনার জন্য। তাঁর এ তদারকি আমাদের কাজের প্রেরণা।”
নোয়াখালীর সাধারণ মানুষও সামাজিক যোগাযোগমাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে লিখেছেন, “এমন তৎপর পুলিশ নেতৃত্ব থাকলে আইনশৃঙ্খলা অটুট থাকবে, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে।
















