ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর ছয় লাখ ডাকাতি, গ্রেফতার ০৫

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৮:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ৭০৫ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে কুয়েত প্রবাসী রবিউল আওয়ালের ছয় লাখ টাকা ডাকাতি ঘটনায় ০৫ আসামীকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, রিয়াজ ওরফে ডিবি রিয়াজ (৩৭),মনির ওরফে দারোগা মনির(৪৭),ড্রাইভার সোহেল রানা (৩৮), সুমন শেখ ওরফে আমির হোসেন (৪২) ও নেসার (৩২)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আজ সোমবার দুপুর ১২ টায় ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। তিনি জানান,গত ১২ নভেম্বর কুয়েত প্রবাসী রবিউল আউয়াল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একটি ব্যাংক থেকে ৬ লক্ষ টাকা উত্তোলন করে রিক্সাযোগে বাড়িতে ফেরার পথে মালিভিটা এলাকায় একটি মাইক্রোবাস তার প্রতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ঢাকা-মাওয়া হাইওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর সমাসপুর এলাকায় হাইওয়ে রাস্তার পাশে ফেলে যায়। এ ঘটনায় প্রবাসী রবিউল আউয়াল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করলে কেরাণীগঞ্জ সার্কেলের নেতৃত্বে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার একটি চৌকস তদন্তদল ব্যাংকের অভ্যন্তরে ও বাইরে ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে দূর্ধর্ষ এই ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাতচক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ সাভার ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

পুলিশ সুপার আসাদুজ্জামান আরও জানান, অভিযানকালে ডাকাত ড্রাইভার সোহেল এর নিকট হতে একটি নীল রংয়ের নোয়া মাইক্রো জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাত রিয়াজ ওরফে ডিবি রিয়াজ এবং মনির ওরফে দারোগা মনির দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করে আসছিলো। সংঘবদ্ধ এই ডাকাত চক্রটি মূলত ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলোনকারীদের ফলো করে পরবর্তীতে সুবিধামত জায়গায় তাদের- কে অপহরন করে ডিবি-পুলিশ লেখা গাড়ীতে তুলে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে। এই ঘটনায় পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর ছয় লাখ ডাকাতি, গ্রেফতার ০৫

আপলোড সময় : ০৮:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে কুয়েত প্রবাসী রবিউল আওয়ালের ছয় লাখ টাকা ডাকাতি ঘটনায় ০৫ আসামীকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, রিয়াজ ওরফে ডিবি রিয়াজ (৩৭),মনির ওরফে দারোগা মনির(৪৭),ড্রাইভার সোহেল রানা (৩৮), সুমন শেখ ওরফে আমির হোসেন (৪২) ও নেসার (৩২)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আজ সোমবার দুপুর ১২ টায় ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। তিনি জানান,গত ১২ নভেম্বর কুয়েত প্রবাসী রবিউল আউয়াল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একটি ব্যাংক থেকে ৬ লক্ষ টাকা উত্তোলন করে রিক্সাযোগে বাড়িতে ফেরার পথে মালিভিটা এলাকায় একটি মাইক্রোবাস তার প্রতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ঢাকা-মাওয়া হাইওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর সমাসপুর এলাকায় হাইওয়ে রাস্তার পাশে ফেলে যায়। এ ঘটনায় প্রবাসী রবিউল আউয়াল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করলে কেরাণীগঞ্জ সার্কেলের নেতৃত্বে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার একটি চৌকস তদন্তদল ব্যাংকের অভ্যন্তরে ও বাইরে ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে দূর্ধর্ষ এই ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাতচক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ সাভার ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

পুলিশ সুপার আসাদুজ্জামান আরও জানান, অভিযানকালে ডাকাত ড্রাইভার সোহেল এর নিকট হতে একটি নীল রংয়ের নোয়া মাইক্রো জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাত রিয়াজ ওরফে ডিবি রিয়াজ এবং মনির ওরফে দারোগা মনির দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করে আসছিলো। সংঘবদ্ধ এই ডাকাত চক্রটি মূলত ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলোনকারীদের ফলো করে পরবর্তীতে সুবিধামত জায়গায় তাদের- কে অপহরন করে ডিবি-পুলিশ লেখা গাড়ীতে তুলে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে। এই ঘটনায় পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন