কেরানীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ০১
- আপলোড সময় : ০৯:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ৪৬৩ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে ইকুরিয়ায় হাইওয়ে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন । নিহত মনিরুল ইসলাম ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার কারিগঞ্জের কুড়ালিয়া গ্রামের শহিদ মিয়া ছেলে। এছাড়াও একজন আহত হয়েছে। তার অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তার পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে সাড়ে চার টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় মামুন খাঁন নামে এক পথচারী তাদেরকে উদ্ধার করে বিকাল সাড়ে পাঁচ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলাম কে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী মামুন খান জানিয়েছেন ইকুরিয়া এলাকায় হাইওয়ে সড়কে দূর্ঘটনার শিকার হয়ে রাস্তায় পড়ে ছিলেন তারা। এক মোটরসাইকেলে দু’জন ছিলেন। লোকজন ভির করে ছিল। পরে আমি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তিনি বলেন সেখানের লোকজন বলছিলেন কোন একটি বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ঘটনার শিকার হয়েছেন।
এদিকে হাসারা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানিয়েছেন, বিকালে একটি মোটরসাইকেলে দুইজন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে গেছেন। কোনো গাড়ির ধাক্কায় তারা পড়ে আহত হয়েছেন কিনা, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করে দেখছি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।