ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বই উৎসব পালন
- আপলোড সময় : ০৯:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ৩৬৬ বার পড়া হয়েছে
১ জানুয়ারি-২০২৪ সকাল ১০.০০ ঘটিকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে বই উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব এ কে এম ফজলুর রহমান। উক্ত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মু: আ: হামিদ জমাদ্দার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক ড.মহাঃ বশিরুল আলম, দারল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব আব্দুস সবুর,ইসলামিক ফাউন্ডেশন সচিব জনাব মো: আশরাফুল মমিন ৷ ইসলামিক ফাউন্ডেশন এর উপ সচিব,দ্বীনি দাওয়াতের পরিচালক, আইসিটি পরিচালক,লাইব্রেরীর পরিচালক,পুস্তক প্রকাশনার প্রকল্প পরিচালক সহ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালকের প্রতিনিধি সহকারী প্রকল্প পরিচালক জনাব জুবাইর আহাম্মদ আজহারি ও জনাব আলমান হোসেন উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সাহিনা আক্তার ও ফিল্ড অফিসার জনাব মোহাম্মদ মোরছাল৷ এদিকে কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কেরানীগঞ্জ সাউথ টাউনে অবস্থিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে বই উৎসব পালন করা হয়। শিশুদের হাতে বই তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব সাখওয়াত হোসেন। এসময়ে ফিল্ড সুপারভাইজার খোরশেদ আলম। এভাবেই আজ সারা দেশে ইসলামিক ফাউন্ডেশন বই উৎসব পালন করেছে।