শিরোনাম :
কেরানীগঞ্জে শত্রুতার জেরে শতাধিক কলা গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৫:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি বাইয়াহাটিতে গ্রামের শতাধিক কলা গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কৃষক জানান, গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ করে শুনি দুর্বৃত্তরা এসে আমার জমিতে রোপনকৃত শতাধিক কলাগাছ কেটে ফেলে।এতে আমরা তিন লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে। আমি শনিবার দুপুর ১২টায় দিকে বিষয়টি নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছি।
গাছ কাটা নিয়ে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, উক্ত বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।