ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল শুক্রবার বন্ধ থাকবে পোস্তগোলা সেতু

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১০:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৬৫ বার পড়া হয়েছে

সংস্কারের ফলে পোস্তগোলা সেতুতে আজ রাত ১২টা থেকে আগামীকাল শুক্রবার রাত ১২ টা পর্যন্ত (১লা মার্চ) বন্ধ থাকছে সব ধরনের যান চলাচল। তবে শুধু কালই নয়, আগামী ৪ ও ৮ মার্চ পুরোপুরি বন্ধ থাকবে সেতু। এ সময় যানবাহন চলাচল করতে হবে বিকল্প পথে। তবে ৪ ও ৮ মার্চ বাদে বাকি দিনগুলোতে ভারী যান চলাচল বন্ধ থাকলেও, চলবে হালকা যানবাহন।
উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পোস্তগোলা সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি। ৮ মার্চ পর্যন্ত চলবে না কোন ভারী যানবাহন। তবে পায়ে হেঁটে সেতু পার হতে পারবেন সাধারণ মানুষ।

ঢাকা জোনের সড়ক ও জনপদ অধিদপ্তরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন বলেন, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বন্ধ থাকবে পোস্তগোলা সেতুর সব ধরনের যান চলাচল। ‘তাদের জন্য ফুটপাত দিয়ে হেঁটে পার হওয়া ছাড়া কোনো বিকল্প আমরা দেখছি না।

কেরানীগঞ্জ স্থানীয় বাসিন্দারা জানান, সেতু বন্ধের এই বিস্তারিত সূচি এখনও জানেন না অনেক স্থানীয় বাসিন্দা ও ব্যবহারকারীরা। তাদের অনেকেরই দাবি, সেতু পুরোপুরি বন্ধ না করে জরুরি যানবাহন ও অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দেয়ার জন্য।

রফিকুল ইসলাম নামে এক যুবক বলেন, পোস্তগোলা সেতু বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া দরকার। আমার বউ অন্তঃসত্ত্ব যেকোন দিন হাসপাতালে নেওয়া লাগতে পারে।সেতুতে সব ধরনের যানচলাচল বন্ধ থাকলে কীভাবে ঢাকায় হাসপাতালে নিয়ে যাবো। অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি জন্য বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।

সড়ক ও জনপথ বিভাগের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্তগোলা সেতু মেরামতে বাবুবাজার ব্রিজ ব্যবহারের ফলে যানজট বাড়ায় বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পদ্মা সেতু থেকে সিলেট, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী হালকা যানবাহন মুক্তারপুর সেতু ব্যবহার করবে। পদ্মা সেতু হতে ঢাকাগামী যানবাহন শ্রীনগর-দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ হয়ে বছিলা সেতু দিয়ে মোহাম্মদপুর সড়ক ব্যবহার করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামীকাল শুক্রবার বন্ধ থাকবে পোস্তগোলা সেতু

আপলোড সময় : ১০:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

সংস্কারের ফলে পোস্তগোলা সেতুতে আজ রাত ১২টা থেকে আগামীকাল শুক্রবার রাত ১২ টা পর্যন্ত (১লা মার্চ) বন্ধ থাকছে সব ধরনের যান চলাচল। তবে শুধু কালই নয়, আগামী ৪ ও ৮ মার্চ পুরোপুরি বন্ধ থাকবে সেতু। এ সময় যানবাহন চলাচল করতে হবে বিকল্প পথে। তবে ৪ ও ৮ মার্চ বাদে বাকি দিনগুলোতে ভারী যান চলাচল বন্ধ থাকলেও, চলবে হালকা যানবাহন।
উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পোস্তগোলা সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি। ৮ মার্চ পর্যন্ত চলবে না কোন ভারী যানবাহন। তবে পায়ে হেঁটে সেতু পার হতে পারবেন সাধারণ মানুষ।

ঢাকা জোনের সড়ক ও জনপদ অধিদপ্তরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন বলেন, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বন্ধ থাকবে পোস্তগোলা সেতুর সব ধরনের যান চলাচল। ‘তাদের জন্য ফুটপাত দিয়ে হেঁটে পার হওয়া ছাড়া কোনো বিকল্প আমরা দেখছি না।

কেরানীগঞ্জ স্থানীয় বাসিন্দারা জানান, সেতু বন্ধের এই বিস্তারিত সূচি এখনও জানেন না অনেক স্থানীয় বাসিন্দা ও ব্যবহারকারীরা। তাদের অনেকেরই দাবি, সেতু পুরোপুরি বন্ধ না করে জরুরি যানবাহন ও অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দেয়ার জন্য।

রফিকুল ইসলাম নামে এক যুবক বলেন, পোস্তগোলা সেতু বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া দরকার। আমার বউ অন্তঃসত্ত্ব যেকোন দিন হাসপাতালে নেওয়া লাগতে পারে।সেতুতে সব ধরনের যানচলাচল বন্ধ থাকলে কীভাবে ঢাকায় হাসপাতালে নিয়ে যাবো। অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি জন্য বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।

সড়ক ও জনপথ বিভাগের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্তগোলা সেতু মেরামতে বাবুবাজার ব্রিজ ব্যবহারের ফলে যানজট বাড়ায় বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পদ্মা সেতু থেকে সিলেট, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী হালকা যানবাহন মুক্তারপুর সেতু ব্যবহার করবে। পদ্মা সেতু হতে ঢাকাগামী যানবাহন শ্রীনগর-দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ হয়ে বছিলা সেতু দিয়ে মোহাম্মদপুর সড়ক ব্যবহার করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন