শিরোনাম :
দেশাত্মবোধক সংগীত
আবু আজওয়াদ আহমাদ হাশেমী
- আপলোড সময় : ১১:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ৩১২ বার পড়া হয়েছে
*গাই বিজয়ের গান*
মুমিনুল ইসলাম আযহারী
প্রতিটি প্রত্যুষে,
প্রভুর-ই সকাসে,
গাই বিজয়ের গান।
মনের-ই গহীনে,
নীরবে বাজে সদা,
আমাদের এই শ্লোগান ….
হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান।। ৪ ঐ
অনেক ত্যাগের বিনিময়ে,
বহু প্রাণের অবক্ষয়ে,
স্বাধীন দেশে জন্মেছি যারা
আমাদের এই শ্লোগান ….
হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান।। ৪ ঐ
দেশের জন্য যাদের আছে অবদান,
দেশের জন্য করে উৎসর্গ প্রাণ,
তাদের জন্য মোদের এই শ্লোগান …
হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান।। ৪ ঐ
আমার দেশের শত্রুতা করিবে যে জন,
তাদের বিরুদ্ধে মোরা লড়বো আমরণ,
তাদের শোনাবো মোদের এই শ্লোগান …
হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান।। ৪ ঐ
১৯ ডিসেম্বর ২০২১
সকালঃ ৯:০৪ মিনিট