কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও সরঞ্জামাদিসহ চক্রের ০২ সদস্য গ্রেফতার
- আপলোড সময় : ০৬:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / ৪৫৭ বার পড়া হয়েছে
ঢাকার কেরাণীগঞ্জে জিনজিরা এলাকায় বিপুল পরিমান নকল ও ভেজাল ঔষধ এবং ভেজাল ঔষধ তৈরির সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মো. আলী আকবর (২০), মো. দূর্জয় (২০)। আজ বিকালে ৫টায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর উপপরিচালক (অপ্স ও মিডিয়া) এম. জে. সোহেল। তিনি বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর আভিযানিক দল কেরাণীগঞ্জ মডেল থানার জিঞ্জিরা এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল ঔষধ এবং ভেজাল ঔষধ তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট হতে ১,০২,৩৫০ পিস ভেজাল ঔষধ এবং ভেজাল ঔষধ তৈরির কাজে ব্যবহৃত ২৫টি পাঞ্চস্টিক, ৩টি প্লাস্টিকের নীল রংয়ের ড্রামে সর্বমোট ৮০ কেজি ট্যাবলেট ও পাউডার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ভেজাল ঔষধ প্রস্তুতকারী চক্র। তারা বেশ কিছুদিন যাবৎ মেসার্স বোটানিক ল্যাবরেটরীজ (ইউনানী) ঔষধ কোম্পানীর নাম ব্যবহার করে বিভিন্ন নকল ও ভেজাল ঔষধ তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল। যা উল্লেখিত কোম্পানীর সুনাম বিনষ্ট ও উক্ত কোম্পানীর ক্ষতি সাধন করে আসছে। তাছাড়া তাদের উৎপাদিত নকল ও ভেজাল ঔষধ উৎপাদন, সরবরাহ ও বিক্রির ফলে জনসাধারনের স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে ব্যাপক প্রভাব ফেলছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।