শিরোনাম :
কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারীর মৃত্যু
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৮:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ৫০৩ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নার্গিস আক্তার সীমা (৩৬) নামে এক নারী মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নে ১নং ওয়ার্ড বেয়ারা এলাকায় নিজ বাসা বাড়িতে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহতের স্বামী রিয়াজ মাদক মামলায় কারাগারে আছেন। নিহত সীমা আক্তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেয়ার গ্রামের সালে আহম্মেদ বাসা ভাড়া থাকতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ডের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।