সিদ্ধিরগঞ্জে নাশকতার অভিযোগে বিএনপি নেতা জালাল গ্রেফতার
- আপলোড সময় : ০৮:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ১১৯৭ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচ্ বাংলা ব্যাংকের সামনে নাশকতা ও প্রিয়ম টাওয়ারে অগ্নি সংযোগের ঘটনায় নাসিক ১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মো: জালাল উদ্দিন (৪৭) কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিএনপি নেতা মোঃ জালাল উদ্দিন
মিজমিজি পাইনাদী ধনু হাজী বাড়ি এলাকার হাজী আব্দুল লতিফের ছেলে।
সুত্রে জানাযায়, গত ১৮ও ১৯ জুলাই কোটাবিরোধী আন্দোলনের নামে জামায়াত বিএনপি নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকে আগ্নিসংযোগ, ও হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনার একদিন পর ডাচ বাংলা ব্যাংক থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এছাড়াও মহাসড়কে গাড়িতে আগুন, শিমড়াইল ও সাইনবোর্ডে পুলিশ বক্স ভাংচুর, সানারপাড়ে আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ জেলা বিএনপির সাবেক এমপি মো: গিয়াসউদ্দিনসহ প্রায় নয় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজাদ জানান, সিদ্ধিরগঞ্জ থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের স্যারেরা (পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা) আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় তৃণমূল আওয়ামী লীগের এক নেতা জানান, জালাল উদ্দিন মূলত একজন স্বর্ণ ব্যবসায়ী। স্বর্ণের ব্যবসার আড়ালে জামায়াত বিএনপির অর্থের মূল যোগানদাতা হিসেবে তাকে চিনেন সকলে। অঢেল সম্পত্তির মালিক হওয়ায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথেও তার সুসম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।