কেরানীগঞ্জে নিজ বাসায় নিয়ে দুই তরুণীকে রাতভর গণধর্ষণ
- আপলোড সময় : ০৭:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- / ৩০১৫ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাসায় নিয়ে দুই তরুণীকে রাতভর গণধর্ষণ। আজ ভোর ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়ন পশ্চিমদী খোয়ালপাড়া এলাকায় হবি মোল্লা বাসায় থেকে ধর্ষণের শিকার হওয়া দুই তরুণীকে উদ্ধার করে ছাত্ররা।
ঘটনার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে হবি মোল্লার ছেলে সিপন মোল্লা (২৮) দুই তরুণীকে তাদের সাথে থাকা ছেলে বন্ধুসহ পাঁচ জনকে গোয়ালপাড়া এলাকায় একটি সড়কে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করে। পরে তিনজন বন্ধুকে ছেড়ে দিয়ে দুই তরুণীকে সিপন মোল্লা বাসায় নিয়ে রাতভর পালাক্রমে গণধর্ষণ। সেই বন্ধুরা সকাল ৬ টার দিকে কদমতলী গিয়ে কিছু ছাত্রদের বিষয়টি খুলে বললে সাথে সাথে ছাত্ররা সিপন মোল্লার বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করে।গুরুতর অবস্থায় দুই তরুণীকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু সিপন মোল্লাসহ বন্ধু বাড়ি ছাদ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন ও ছাত্ররা ক্ষিপ্ত হয়ে সিপন মোল্লার বাড়ি ভাঙচুর করেন। থানার কার্যক্রম চালু না থাকায় সংশ্লিষ্ট কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।