ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আহত ৫

ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)
ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)
  • আপলোড সময় : ১১:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / ৩২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ময়লা ফেলাকে কেন্দ্র করে জামায়াত নেতা মো: কফিল উদ্দিনের নেতৃত্বে হামলা চালিয়ে ৫ জনকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, মিজমিজি পাগলাবাড়ি এলাকার মৃত: ফজর আলীর ছেলে জামায়াত নেতা মো: কফিল উদ্দিন (৬০), জামায়াত নেতা কফিল উদ্দিনের ছেলে মো: সিফাত (৩০) সহ অজ্ঞাত বহিরাগত আরও ১০/১২ জন হামলায় অংশ নেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
হামলায় গুরুতর আহতরা হলেন, একই এলাকার মুদি দোকানি মৃত আবদুল মান্নানের ছেলে মো: হান্নান (৪২), আহত হান্নানের মা রেজিয়া বেগম (৬০), মো: ফয়সাল (৩৬), নারগিস আক্তার (৫০) ও লিজা (২৭)।
এর মধ্যে আহত হান্নানের অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মো: হান্নানের ভাগ্নী আখি বলেন, সকালে মুরগির ঘর নির্মান করছিলেন মামা মো: হান্নান। ঘর নির্মানের জায়গায় কিছু গাছের ডাল ছিলো। সেগুলো নিয়ে বাড়ির অন্য পাশে রাখায় অভিযুক্তরা নিজের জায়গা দাবি করে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভুক্তভোগীরা গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তদের সাথে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে কিছুক্ষণ পর বাহির থেকে অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসীর সহযোগিতায় দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে জামায়াত নেতা কফিল উদ্দিন ও তার ছেলে সিফাত। এতে আমার মামা হান্নান গুরুতর রক্তাক্ত জখম হয়। হামলার এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
আখি আরও বলেন, অভিযুক্তরা যাওয়ার পূর্বে হুমকি দেন তারা নাকি ক্ষমতায় চলে আসছে। বাড়িতে কিভাবে থাকবো দেখে নেওয়ারও হুমকি দেন জামায়াত নেতা কফিল উদ্দিন।
পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় রক্তাক্ত জখম হওয়া হান্নানসহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলেও জানান আহতদের ভাগ্নী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আহত ৫

আপলোড সময় : ১১:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ময়লা ফেলাকে কেন্দ্র করে জামায়াত নেতা মো: কফিল উদ্দিনের নেতৃত্বে হামলা চালিয়ে ৫ জনকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, মিজমিজি পাগলাবাড়ি এলাকার মৃত: ফজর আলীর ছেলে জামায়াত নেতা মো: কফিল উদ্দিন (৬০), জামায়াত নেতা কফিল উদ্দিনের ছেলে মো: সিফাত (৩০) সহ অজ্ঞাত বহিরাগত আরও ১০/১২ জন হামলায় অংশ নেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
হামলায় গুরুতর আহতরা হলেন, একই এলাকার মুদি দোকানি মৃত আবদুল মান্নানের ছেলে মো: হান্নান (৪২), আহত হান্নানের মা রেজিয়া বেগম (৬০), মো: ফয়সাল (৩৬), নারগিস আক্তার (৫০) ও লিজা (২৭)।
এর মধ্যে আহত হান্নানের অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মো: হান্নানের ভাগ্নী আখি বলেন, সকালে মুরগির ঘর নির্মান করছিলেন মামা মো: হান্নান। ঘর নির্মানের জায়গায় কিছু গাছের ডাল ছিলো। সেগুলো নিয়ে বাড়ির অন্য পাশে রাখায় অভিযুক্তরা নিজের জায়গা দাবি করে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভুক্তভোগীরা গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তদের সাথে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে কিছুক্ষণ পর বাহির থেকে অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসীর সহযোগিতায় দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে জামায়াত নেতা কফিল উদ্দিন ও তার ছেলে সিফাত। এতে আমার মামা হান্নান গুরুতর রক্তাক্ত জখম হয়। হামলার এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
আখি আরও বলেন, অভিযুক্তরা যাওয়ার পূর্বে হুমকি দেন তারা নাকি ক্ষমতায় চলে আসছে। বাড়িতে কিভাবে থাকবো দেখে নেওয়ারও হুমকি দেন জামায়াত নেতা কফিল উদ্দিন।
পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় রক্তাক্ত জখম হওয়া হান্নানসহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলেও জানান আহতদের ভাগ্নী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন