শিরোনাম :
নারায়ণগঞ্জে মালামাল সহ পিকআপ ভ্যান নিয়ে চালক উধাও
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৮:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- / ৪৪৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দশ পাইপ এলাকায় মালামাল সহ পিকআপ ভ্যান নিয়ে চালক উধাও এর ঘটনা ঘটেছে। গত ১৪ আগস্ট এ ঘটনা ঘটে জানায়ায় ঐ চালকের নাম মামুন তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়। দশ পাইপ এলাকার খানাডুলি ফ্যাক্টরির মালিক আল আমিন বলেন, গত ১৪ আগস্ট আমার মালিকানাধীন পিকআপ ভ্যান দিয়ে ১ লাখ ৬০ হাজার টাকার মাল ডেলিভারি দেওয়ার জন্য হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপ ভ্যান টি সিদ্ধিরগঞ্জ ছেড়ে যাওয়ার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এমন কি তার সাথে থাকা মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। গাড়ির রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো-ন ১৫-২৫৩৬ যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করা হবে বলেও তিনি জানান।
তবে কেউ এই গাড়িটির সন্ধ্যান পেয়ে থাকলে এই নম্বরে (০১৮৮০৮০৮৬৩১) যোগোযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন গাড়ি মালিক আলআমিন।