ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও উপজেলা নির্বাহী অফিস তালা দিয়ে ঘেরাও

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৮:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩০৫ বার পড়া হয়েছে

 অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও উপজেলা ঘেরাও এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের গেটে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।  আজ (০৯ সেপ্টেম্বর)  সকালে প্রধান শিক্ষকের  পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক  আব্দুল ওয়াদুদ  ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার সুযোগ করে দেয়ার কথা বলেও হাজার হাজার টাকা হাতিয়ে নেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।  তারা বলে এমন শিক্ষক আমরা চাই না। আমরা তার পদত্যাগ চাই। আমাদের দাবি একটাই প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের পদত্যাগ।

শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ মিয়া কে মোবাইল নম্বরে বার বার কল করলেও তিনি ফোন রিসিপ করেনি।

এ বিষয়ে  কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও উপজেলা নির্বাহী অফিস তালা দিয়ে ঘেরাও

আপলোড সময় : ০৮:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

 অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও উপজেলা ঘেরাও এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের গেটে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।  আজ (০৯ সেপ্টেম্বর)  সকালে প্রধান শিক্ষকের  পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক  আব্দুল ওয়াদুদ  ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার সুযোগ করে দেয়ার কথা বলেও হাজার হাজার টাকা হাতিয়ে নেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।  তারা বলে এমন শিক্ষক আমরা চাই না। আমরা তার পদত্যাগ চাই। আমাদের দাবি একটাই প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের পদত্যাগ।

শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ মিয়া কে মোবাইল নম্বরে বার বার কল করলেও তিনি ফোন রিসিপ করেনি।

এ বিষয়ে  কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন