ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যৌথবাহিনীর অভিযান: আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৮:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৫৮ বার পড়া হয়েছে

আড়াইহাজারে চাঁদাবাজি ও জবর দখলসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা—ভাঙচুরের অভিযোগে সাইফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার মধ্যরাতে বালিয়াপাড়া এলাকা থেকে আটকের পর তাকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়।
আটক সাইফুল উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। বালিয়াপাড়া এলাকার ভুক্তভোগীরা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর সাইফুল ইসলামের নেতৃত্বে ও পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মিয়ার লোকজনের সহযোগিতায় বালিয়াপাড়া এলাকায় তান্ডব চালানো হয়েছে। বালিয়াপাড়া বাজারের মুরগী ব্যবসায়ী বাবুল মিয়ার দোকানে হামলা করে লুটপাট করে। একই বাজারের এলপি গ্যাস ব্যবসায়ী বিল্লাল হোসেন ও জাকির হোসেনের দোকানে হামলা চালিয়ে গ্যাস ভর্তি সিলিন্ডার লুটে নেয়। এছাড়াও ওই এলাকায় সাবেক ইউপি সদস্য আবু সিদ্দীক ভূইয়া, হাসান মিয়া, দেলোয়ার হোসেন, রাজু মিয়া, হালিম হাসান, হুমায়ুন কবিরসহ আরও বেশ কয়েকজনের বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয়। তারা বালিয়াপাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অংকের চাঁদা দাবি করে আসছিলো। বেশ কয়েকজন ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদাও নিয়েছে। সেনা ক্যাম্পে ভুক্তভোগীরা তাদের ব্যপারে অভিযোগ দায়ের করে। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে আটক করতে সক্ষম হলেও তার ভাই সোহেল মিয়া যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আটক সাইফুলের বিরুদ্ধে থানায় পূর্বেও একাধিক মামলা রয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যৌথবাহিনীর অভিযান: আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৮:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে চাঁদাবাজি ও জবর দখলসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা—ভাঙচুরের অভিযোগে সাইফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার মধ্যরাতে বালিয়াপাড়া এলাকা থেকে আটকের পর তাকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়।
আটক সাইফুল উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। বালিয়াপাড়া এলাকার ভুক্তভোগীরা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর সাইফুল ইসলামের নেতৃত্বে ও পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মিয়ার লোকজনের সহযোগিতায় বালিয়াপাড়া এলাকায় তান্ডব চালানো হয়েছে। বালিয়াপাড়া বাজারের মুরগী ব্যবসায়ী বাবুল মিয়ার দোকানে হামলা করে লুটপাট করে। একই বাজারের এলপি গ্যাস ব্যবসায়ী বিল্লাল হোসেন ও জাকির হোসেনের দোকানে হামলা চালিয়ে গ্যাস ভর্তি সিলিন্ডার লুটে নেয়। এছাড়াও ওই এলাকায় সাবেক ইউপি সদস্য আবু সিদ্দীক ভূইয়া, হাসান মিয়া, দেলোয়ার হোসেন, রাজু মিয়া, হালিম হাসান, হুমায়ুন কবিরসহ আরও বেশ কয়েকজনের বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয়। তারা বালিয়াপাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অংকের চাঁদা দাবি করে আসছিলো। বেশ কয়েকজন ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদাও নিয়েছে। সেনা ক্যাম্পে ভুক্তভোগীরা তাদের ব্যপারে অভিযোগ দায়ের করে। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে আটক করতে সক্ষম হলেও তার ভাই সোহেল মিয়া যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আটক সাইফুলের বিরুদ্ধে থানায় পূর্বেও একাধিক মামলা রয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন