ডেমরায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত।
- আপলোড সময় : ০৯:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে অক্টোবর শুক্রবার রাতে ডেমরার বড় ভাঙ্গায় এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব নবী উল্লাহ নবীর নির্দেশে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত সভাপতি এস এম রেজা সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি’র প্রস্তাবিত সাধারণ সম্পাদক জনাব আনিসুজ্জামান।
প্রধান অতিথি বক্তব্যে রাজা সেলিম বলেন এই বাংলার মাটিতে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের ঠাই নাই। অতীতে আওয়ামী সন্ত্রাসীরা এই দেশে চাঁদাবাজি রাজত্ব গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগের পতনের পর এখন কোথাও চাঁদাবাজি নেই। কেউ যদি বিএনপি’র নাম ব্যবহার করে চাঁদাবাজি বা সন্ত্রাসী করে আমাদের অবহিত করবেন। আমরা তাদের কঠোর হাতে দমন করব।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান (হাবিব), সোহাগ, রাসেল, আলী আকবর, মিজান, হোসেন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।