আ’লীগের উন্নয়ন তুলে ধরে ভোটারদের দরজায় মশিউর রহমান মোল্লা সজল
- আপলোড সময় : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ৩৭৮ বার পড়া হয়েছে
শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ভোটারদের দরজায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন ঢাকা -৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
শনিবার (৭অক্টাবর) বেলা ১১ টায় ৪৮ নং ওয়ার্ড,বিবির বাগিচা , যাত্রাবাড়ি মডেল টাউন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। এই অনুষ্ঠানের আয়োজন করে ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ -যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠন।
আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল বলেন, ঢাকা -৫ নির্বাচনী এলাকায় প্রতিটি কেন্দ্র, ওয়ার্ড এবং থানার আওতাধীন প্রতিটি ঘরে ঘরে আমাদের আত্মীয়-স্বজন আছেন। সবমিলিয়ে নৌকার ভোটার আছেন প্রায় ৬০-৭০ হাজার। সুতরাং আগামী নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ে কোন চিন্তা নাই। তবে চিন্তা হচ্ছে, ঢাকা-৫আসনে যোগ্য ও দক্ষ-সঠিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া না হয় কিংবা যোগ্য প্রার্থী নৌকা না পায়, তবে তৃণমূল নেতাকর্মীরা অভিমান ভাঙ্গানো কঠিন হবে। তাই আশা আগামী নির্বাচনে যোগ্য ও দলের ত্যাগী-সৎ প্রার্থীকে নৌকা প্রতীক দিয়ে মূল্যায়ন
করবেেন বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, ঢাকা -৫ নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে দিন-রাত অবিরাম পরিশ্রম করে নৌকার কর্মী তৈরির মধ্যেদিয়ে আমার বাবা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা। এটা আপনার সবাই জানেন। সুতরাং নৌকা প্রতীকে যাকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে, আমরা তাকেই বিজয়ী করতে কাজ করবো। এটাই হোক আজকে আমাদের শপথ।
৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের
সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগে নেতা মোঃ ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদের সঞ্চালনায় উঠান বৈঠক বক্তব্য রাখেন বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুশফিকুল মান্নান বায়ু, মোঃ ফরহাদ চৌধুরী, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি
কে এম ফজলুল হক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফ উদ্দিন শরিফ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি
কৌশিক আহমেদ জসিম, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের,সহ সভাপতি সালমা জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা ও ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদুল কবির রাজু,
যাত্রাবাড়ী থানা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহফুজা মনির, ঢাকা মহানগর দক্ষিণ মৎসজীবি লীগের সহ সভাপতি
ইব্রাহীম খলিল, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নজরুল ইসলাম নিপু প্রমূখ।