ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সেন্ট্রাল হাসপাতালে নবজাতকের মৃত্যু: অপারেশন থিয়েটার বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:২৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ৮২০ বার পড়া হয়েছে

ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং জরুরি বিভাগের সেবার মান সন্তোষজনক না হওয়ায় শুক্রবার সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া হাসপাতালের গাইনোকোলজিস্ট ডা. সংযুক্ত সাহা স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত অনুমোদন ছাড়া পরবর্তীতে সেন্ট্রাল হাসপতালে কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না।
শুক্রবার (১৬ জুন) মাহবুবা রহমান আঁখির ভুল চিকিৎসার অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত টিমের পরিদর্শন পরবর্তী নির্দেশনায় এ ঘোষণা দেওয়া হয়। শুক্রবার বিকালে হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক (ডিজিএইচএস) ডা. মো. দাউদ আদনান এবং এর উপ-পরিচালক ডা. মঈনুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগী আখির চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে এবং চিকিৎসার বিনিময়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে নেওয়া বিল ফেরত দেবে। তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং ডেলিভারি অপারেশনের সঙ্গে জড়িত চিকিৎসকদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কাছে পাঠাতে হবে এবং পরে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ ৬ জন চিহ্নিত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা বিচারাধীন মামলা চালানোর জন্য সমস্ত খরচ বহন করবে এবং তাদের মধ্যে দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে- ডা. শাহজাদী ও ডা. মুন্না। ভুক্তভোগী পরিবারের যে কোনো ক্ষতিপূরণ দাবি বিদ্যমান আইন অনুযায়ী নিষ্পত্তি করতে হবে।
এসব নির্দেশনা আজ থেকেই কার্যকর হবে। এর কোনো ব্যতায় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সেন্ট্রাল হাসপাতালে নবজাতকের মৃত্যু: অপারেশন থিয়েটার বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

আপলোড সময় : ১২:২৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং জরুরি বিভাগের সেবার মান সন্তোষজনক না হওয়ায় শুক্রবার সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া হাসপাতালের গাইনোকোলজিস্ট ডা. সংযুক্ত সাহা স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত অনুমোদন ছাড়া পরবর্তীতে সেন্ট্রাল হাসপতালে কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না।
শুক্রবার (১৬ জুন) মাহবুবা রহমান আঁখির ভুল চিকিৎসার অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত টিমের পরিদর্শন পরবর্তী নির্দেশনায় এ ঘোষণা দেওয়া হয়। শুক্রবার বিকালে হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক (ডিজিএইচএস) ডা. মো. দাউদ আদনান এবং এর উপ-পরিচালক ডা. মঈনুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগী আখির চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে এবং চিকিৎসার বিনিময়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে নেওয়া বিল ফেরত দেবে। তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং ডেলিভারি অপারেশনের সঙ্গে জড়িত চিকিৎসকদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কাছে পাঠাতে হবে এবং পরে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ ৬ জন চিহ্নিত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা বিচারাধীন মামলা চালানোর জন্য সমস্ত খরচ বহন করবে এবং তাদের মধ্যে দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে- ডা. শাহজাদী ও ডা. মুন্না। ভুক্তভোগী পরিবারের যে কোনো ক্ষতিপূরণ দাবি বিদ্যমান আইন অনুযায়ী নিষ্পত্তি করতে হবে।
এসব নির্দেশনা আজ থেকেই কার্যকর হবে। এর কোনো ব্যতায় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন