ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানেজিং কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলন

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / ২৬০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোর্তোজা আলী উচ্চ বিদ্যালয়ের রাজনৈতিক লেজুরভিত্তিক সকল বৈষম্য দূর করে ম্যানেজিং কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ক্লাস বর্জন এবং বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ শাখার সমন্বয়কদের নেতৃত্বে রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় এ কর্মসুচি পালন করেন প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিগত ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটিতে রাজনৈতিক প্রভাবখাটিয়ে পকেট ম্যানেজিং কমিটি গঠন করে ব্যাপক অনিয়ম দুর্নীতি করা হচ্ছে। প্রধান শিক্ষকসহ ৫-৬ জনের শিক্ষক সি-িকেট ও ম্যানেজিং কমিটি মিলে নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটি পরিচলনা করা হচ্ছে। তাদের মনগড়া মতে ভর্তি ও কোচিং বাণিজ্য, আতিরিক্ত সেশন ফি আদায়সহ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে আত্মসাৎ করা হচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় অশিক্ষিত লোকেরা কমিটির সদস্য হয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ নষ্ট করছে। দীর্ঘদিন ধরে এসব অনিয়মের প্রতিবাদ করেও কোন প্রতিকার হচ্ছেনা। তাই আমরা আন্দোলন করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজাম্মেল হক রহিম বলেন, অনেক ত্যাগ ও প্রাণের বিনিময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছি তা বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সকল ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত, শিক্ষার সুষ্ঠ সুন্দর পরিবেশ সৃষ্টি ও শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে ম্যানেজিং কমিটি ও শিক্ষক সি-িকেটের অনিয়ম বন্ধ করতে আমাদের এ অন্দোলন। এসময় সিদ্ধিরগঞ্জ শাখার সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে রব্বি, মো. আরমান খান, আরেফিন তাওহিদ, ঢাকার ইডেন কলেজের শিক্ষার্থী তাওহিদা রহমান নিসা ও তারানা তাবাসসুম প্রমুখ।
আন্দোলন চলাকালে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. জহিরুল হক উপস্থিত ছিলেন না। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে তাঁর সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।
আন্দোলন চলাকালে ম্যানেজিং কমিটির সভাপতি মো. সামছুল আলম প্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও এসব বিষয়ে কোন কথা বলতে অনিহা প্রকাশ করেন। তবে শিক্ষার্থীদের প্রতিবাদ শেষ হওয়ার আগেই দীর্ঘদিন ধরে অবহেলিত ও বহিস্কার করে রাখা জামায়াতে ইসলামীর রাজনীতিতে জড়িত সহকারি প্রধান শিক্ষক বশির উদ্দিনকে সর্বসম্মতিক্রমে তাকে স্বপদে বহাল করা হয়েছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ম্যানেজিং কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলন

আপলোড সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোর্তোজা আলী উচ্চ বিদ্যালয়ের রাজনৈতিক লেজুরভিত্তিক সকল বৈষম্য দূর করে ম্যানেজিং কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ক্লাস বর্জন এবং বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ শাখার সমন্বয়কদের নেতৃত্বে রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় এ কর্মসুচি পালন করেন প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিগত ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটিতে রাজনৈতিক প্রভাবখাটিয়ে পকেট ম্যানেজিং কমিটি গঠন করে ব্যাপক অনিয়ম দুর্নীতি করা হচ্ছে। প্রধান শিক্ষকসহ ৫-৬ জনের শিক্ষক সি-িকেট ও ম্যানেজিং কমিটি মিলে নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটি পরিচলনা করা হচ্ছে। তাদের মনগড়া মতে ভর্তি ও কোচিং বাণিজ্য, আতিরিক্ত সেশন ফি আদায়সহ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে আত্মসাৎ করা হচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় অশিক্ষিত লোকেরা কমিটির সদস্য হয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ নষ্ট করছে। দীর্ঘদিন ধরে এসব অনিয়মের প্রতিবাদ করেও কোন প্রতিকার হচ্ছেনা। তাই আমরা আন্দোলন করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজাম্মেল হক রহিম বলেন, অনেক ত্যাগ ও প্রাণের বিনিময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছি তা বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সকল ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত, শিক্ষার সুষ্ঠ সুন্দর পরিবেশ সৃষ্টি ও শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে ম্যানেজিং কমিটি ও শিক্ষক সি-িকেটের অনিয়ম বন্ধ করতে আমাদের এ অন্দোলন। এসময় সিদ্ধিরগঞ্জ শাখার সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে রব্বি, মো. আরমান খান, আরেফিন তাওহিদ, ঢাকার ইডেন কলেজের শিক্ষার্থী তাওহিদা রহমান নিসা ও তারানা তাবাসসুম প্রমুখ।
আন্দোলন চলাকালে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. জহিরুল হক উপস্থিত ছিলেন না। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে তাঁর সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।
আন্দোলন চলাকালে ম্যানেজিং কমিটির সভাপতি মো. সামছুল আলম প্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও এসব বিষয়ে কোন কথা বলতে অনিহা প্রকাশ করেন। তবে শিক্ষার্থীদের প্রতিবাদ শেষ হওয়ার আগেই দীর্ঘদিন ধরে অবহেলিত ও বহিস্কার করে রাখা জামায়াতে ইসলামীর রাজনীতিতে জড়িত সহকারি প্রধান শিক্ষক বশির উদ্দিনকে সর্বসম্মতিক্রমে তাকে স্বপদে বহাল করা হয়েছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন