নোয়াখালীতে সিএনজি অটোরিকশা-বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ আহত ২
- আপলোড সময় : ০৮:২৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ৩২০ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ি হাইওয়ে মহাসড়কে সিএনজি অটোরিকশা এবং যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ মাসের শিশুসহ দু’জন নিহত ও আহত হয়েছে দুজন।
শুক্রবার (২ আগস্ট ) সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোনাইমুড়ী হাইওয়ে সড়কে উপজেলা পরিষদের সামনে সিএনজি অটোরিকশা (নোয়াখালী থ-১১-৫৬৬০) এবং যাত্রীবাহী বাস ঢাকা এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭০৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী গৃহবধু নাহিদ আক্তার (৩২), তার ৭ মাস বয়সের শিশু হামজা, হারুনুর রশীদ (৪৫) ও অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশাচালক(২৫) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হামজা এবং সিএনজি অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন। অপর দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও বাস পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।