শিরোনাম :
নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
- আপলোড সময় : ১১:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ২৪৯ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিন্ধান্ত অনুমোদন করেন।
যোগাযোগ করা হলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিষয়টি নিশ্চিত করেন।