নোয়াখালীর সেনবাগে খোলা বাজারে ওএমএস এর চাল ও আটা বিক্রি
- আপলোড সময় : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩২ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে ওএমএস এর খোলা বাজারে স্বল্প মূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।
ওএমএস এর প্রতি কেজি চালের মূল্য ৩০/= টাকা হারে ৫ কেজি চালের মূল্য ১৫০/= ও প্রতি কেজি আটার মূল্য ২৪/= হারে ৫ কেজি আটার মূল্য ১২০/=।
৫ কেজি চাল ও ৫ কেজি আটার মূল্য ২৭০/=।
ওএমএস এর ডিলার মো: জহির বলেন, আটা সহ চাল ১০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ থেকে বিতরণ করা হচ্ছে। সর্বমোট ৪৩ (তেতাল্লিশ) দিন পর্যন্ত বিতরণ করা হবে, তবে সরকারি ভাবে যোগান দেয়া সাপেক্ষে। প্রতিদিন গড়ে চাল ১হাজার কেজি ও আটা ১হাজার কেজি চাল বিতরণ যোগ্য।
বন্যা দূর্গতদের মাঝে ওএমএস এর আটা ও চাল খোলা বাজারে বিক্রি করায় মানুষের মুখে কিছুটা হলেও হাসি আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। তবে সাধারণত প্রতিদিন যে হারে ওএমএস এর আটা ও চাল ক্রয়ের জন্য মানুষের লাইন দেখা যাচ্ছে, প্রতিদিন ওএমএস এর আটা ও চালের প্রয়োজন ১০ টন। সেই হারে প্রতিদিন ওএমএস এর আটা ও চাল বিতরণের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করা প্রয়োজন। খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।