ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর উদ্যোগে নোয়াখালীতে বন্যা দূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
- আপলোড সময় : ১০:১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ২৬৫ বার পড়া হয়েছে
ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর উদ্যোগে নোয়াখালীতে বন্যা দূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত নোয়াখালীর চিত্র গণমাধ্যমে প্রকাশ করা হলে বিশ্ববাসীর নজরে আসে নোয়াখালীর আপামর জনগণের কথা। বাড়ি ঘর ছেড়ে অনেকেই আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়। এখন বন্যার পানি কমতে শুরু করায় মানুষের মনে আনন্দের অনুভূতি প্রকাশ পাচ্ছে। ঠিক এসময় বন্যায় ক্ষতিগ্রস্হদের পাশে দেশ বিদেশের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে ঢাকাস্হ নোয়াখালী ক্লাব অন্যতম।
শুক্রবার (২০ সেপ্টেম্বর ) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসনের মাধ্যমে ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর উদ্যোগে নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ৩০০০ প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ) মোঃ ইয়াছিন, ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর ট্রেজারার মোঃ কামাল উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর সদস্য মোঃ সামছুদ্দীন আহমেদ সেলিম, তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, মাহফুজুর রহমান কিরণ, সেলিম চৌধুরী, জাকের হোসেন পারভেজ, সালাহউদ্দিন, আহাম্মদ উল্যাহ, আইয়ুব উল্যাহ, ফজলে আজিম সুধন, নোয়াখালী ক্লাব ঢাকার ইসি কমিটির কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।