সোনাইমুড়ীতে জামায়াতের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯:২৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ২৯০ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে জয়াগ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং জয়াগ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১নং জয়াগ ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সঞ্চালনা করেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর মো. ইসহাক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফ উল্যাহ, বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমীর হানিফ মোল্লা, নায়েবে আমভর মো. রহিম উল্লাহ বিএসসি, সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ বাকের।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।