শিরোনাম :
তিতাস গ্যাসের বোর্ড চেয়ারম্যান হলেন ড. শেখ আব্দুর রশিদকে
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৬:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৪১ বার পড়া হয়েছে
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদকে।
সেই সঙ্গে তিতাস গ্যাসের পরিচালনা বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলমকে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার (২৮ আগস্ট) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড ফাওজুল কবির খান বলেছিলেন, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কোম্পানিগুলো পুনর্গঠন করা হবে, সচিবরা যেগুলোর চেয়ারম্যান রয়েছে বদলে দেব।
খুব অপরিহার্য না হলে সচিবদের কোনো কোম্পানির বোর্ড চেয়ারম্যান রাখা হবে না বলেও জানিয়েছিলেন তিনি