ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হল ঐতিহাসিক পোস্তগোলা বালুরমাঠে ৭দিন ব্যাপি মহাসন্মেলন

মো:আবু তালহা তারীফ (নিজস্ব প্রতিবেদক)
মো:আবু তালহা তারীফ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৬:৪৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৯৮ বার পড়া হয়েছে

গতকাল রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে  শেষ হলো পোস্তগোলা বালুর মাঠে ৭ দিন ব্যাপি ঐতিহাসিক ৪৭ তম ইসলামি মহাসম্মেলন। ইসলামি মহাসম্মেলনের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে গত ৬ ই ফেব্রুয়ারী ২৪ ইং মহাসম্মেলন শুরু হয় যা গত রাতে ১২ ই ফেব্রুয়ারী আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। আখেরী মুনাজাত পরিচালানা করেন আওলাদের রাসুল (সা:) আলহাজ মাওলানা সৈয়দ মো:আনোয়ার হোসাইন তাহের যাবেরী আল মাদানী। হাজারো মুসুল্লি বিকাল থেকে আখেরী মুনাজাতে অংশ গ্রহন করার জন্য দূর দূরান্ত থেকে আগমন করেন।  আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা, বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষাস ব্যবসায়ে উন্নতি, আল্লাহর রহমত চাওয়, প্রিয় নবীজিকে স্বপ্নে দেখাসহ সকলে জন্য দোয়া করা হয়।  মুসুল্লিগন নিজপর আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দেশ ও জাতীর জন্য দুই হাত তুলে মহান আল্লাহ তায়ালর দরবারে প্রার্থনা করেন।  ৭ দিন ব্যাপী ইসলামি মহাসম্মেলনে দেশের বিজ্ঞ আলেমগন উপস্থিত হয়ে ইসলামের সুমহান বাণী উপস্থিত হাজারো জনগনের মাঝে তুলে ধরেন। বিজ্ঞ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুরফুরা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা আব্দুল হাই মেশকাত ছিদ্দিকী, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী,  ড. কামাল উদ্দীন জাফরী, ড. এনায়েতুল্লাহ আব্বাসী, শায়েখ জামাল উদ্দীন,  মাওলানা বায়েজিদ হোসাইন সালেহী, মাওলানা আ: খালেক শরিয়াতপুরী প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মিডিয়া ভাষ্যকার হাজারো তরুনদের আইডল বিশিষ্ট মুফাসসির লেখক ও গবেষক মহাসম্মেলন বাস্তবায়নকারীর সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। মাহফিলে আগত মুসুল্লিগন বলেন, পোস্তগোলা বালুর মাঠের সম্মলন খুব পুরোনো।  এখানে একসময়ে যারা বয়ান করতেন আজ অনেকেই নেই।  করোনা সময়ে কিছুটা ঘাটতি হয়েছিল। পরবর্তী সময়ে  সন্মেলনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিচালনাকারী  মাওলানা মারুফ বিল্লাহর প্রচেষ্টায় কমিটির অনুপ্রেরণায় এলাকার ব্যবসায়ী ও মুসুল্লীদের সহোযোগিতায় আজ সফলতার পথে। পূর্বের ১২ দিন ব্যাপির মত আগামীতেও যদি ১২ দিন ব্যাপি সন্মেলন হলে আমরা ইসলাম সম্পর্কে আরো জ্ঞান লাভ করতে পারব বলে আশা করি। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হল ঐতিহাসিক পোস্তগোলা বালুরমাঠে ৭দিন ব্যাপি মহাসন্মেলন

আপলোড সময় : ০৬:৪৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

গতকাল রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে  শেষ হলো পোস্তগোলা বালুর মাঠে ৭ দিন ব্যাপি ঐতিহাসিক ৪৭ তম ইসলামি মহাসম্মেলন। ইসলামি মহাসম্মেলনের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে গত ৬ ই ফেব্রুয়ারী ২৪ ইং মহাসম্মেলন শুরু হয় যা গত রাতে ১২ ই ফেব্রুয়ারী আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। আখেরী মুনাজাত পরিচালানা করেন আওলাদের রাসুল (সা:) আলহাজ মাওলানা সৈয়দ মো:আনোয়ার হোসাইন তাহের যাবেরী আল মাদানী। হাজারো মুসুল্লি বিকাল থেকে আখেরী মুনাজাতে অংশ গ্রহন করার জন্য দূর দূরান্ত থেকে আগমন করেন।  আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা, বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষাস ব্যবসায়ে উন্নতি, আল্লাহর রহমত চাওয়, প্রিয় নবীজিকে স্বপ্নে দেখাসহ সকলে জন্য দোয়া করা হয়।  মুসুল্লিগন নিজপর আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দেশ ও জাতীর জন্য দুই হাত তুলে মহান আল্লাহ তায়ালর দরবারে প্রার্থনা করেন।  ৭ দিন ব্যাপী ইসলামি মহাসম্মেলনে দেশের বিজ্ঞ আলেমগন উপস্থিত হয়ে ইসলামের সুমহান বাণী উপস্থিত হাজারো জনগনের মাঝে তুলে ধরেন। বিজ্ঞ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুরফুরা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা আব্দুল হাই মেশকাত ছিদ্দিকী, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী,  ড. কামাল উদ্দীন জাফরী, ড. এনায়েতুল্লাহ আব্বাসী, শায়েখ জামাল উদ্দীন,  মাওলানা বায়েজিদ হোসাইন সালেহী, মাওলানা আ: খালেক শরিয়াতপুরী প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মিডিয়া ভাষ্যকার হাজারো তরুনদের আইডল বিশিষ্ট মুফাসসির লেখক ও গবেষক মহাসম্মেলন বাস্তবায়নকারীর সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। মাহফিলে আগত মুসুল্লিগন বলেন, পোস্তগোলা বালুর মাঠের সম্মলন খুব পুরোনো।  এখানে একসময়ে যারা বয়ান করতেন আজ অনেকেই নেই।  করোনা সময়ে কিছুটা ঘাটতি হয়েছিল। পরবর্তী সময়ে  সন্মেলনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিচালনাকারী  মাওলানা মারুফ বিল্লাহর প্রচেষ্টায় কমিটির অনুপ্রেরণায় এলাকার ব্যবসায়ী ও মুসুল্লীদের সহোযোগিতায় আজ সফলতার পথে। পূর্বের ১২ দিন ব্যাপির মত আগামীতেও যদি ১২ দিন ব্যাপি সন্মেলন হলে আমরা ইসলাম সম্পর্কে আরো জ্ঞান লাভ করতে পারব বলে আশা করি। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন