সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী মামা ভাগিনাকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
- আপলোড সময় : ১২:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ৩০৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনির নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় এক মুদি দোকানদার ও তার ভাগিনাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী হান্নান স্থানীয় কফিল উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।
জানা গেছে, গত ২০ আগস্ট শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন কফিল উদ্দিন। সেখানে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মনিরের ভাই সাখাওয়াত বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। উল্লেখিত এজাহারে একেএম শামীম ওসমান প্রধান আসামি করে ১২৩ জনের নামে মামলাটি দায়ের করেন।
মামলায় সাধারণ মানুষের নাম যা তারা নিজেও জানেনা কিসের এই মামলা হল এমনই মানুষের মুখে মুখে গুঞ্জন শোনা যাচ্ছে। কিসের এই গায়েবি মামলা শুরু হল? প্রশ্ন সাধারণ জনতার। এ ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। সাধারণ মানুষ বলেন, কার নামে কখন মামলা হয় কেউই জানেনা, একমাত্র আল্লাহ ভালো জানেন।
এমনই এক ভুক্তভোগী মুদি দোকানদার হান্নান। অভিযোগ করো তিনি বলেন, আমি একজন মুদি দোকানদার। আমি কোনদিন কোন রাজনীতি করি নাই। কোন মিছিল মিটিংয়ে আমাকে কেউই দেখে নাই। আমার সাথে জামাতের নেতা কফিল উদ্দিন এর সাথে জায়গা সম্পত্তিগত বিরোধ চলছে। কফিল উদ্দিন আমাদের কাছে জায়গা বিক্রি করেছে। এখন আমরা সেই জায়গা দখল করতে গেলে তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের বাড়ি ঘরে ভাঙচুর করে এবং আমার পরিবারের উপরে হামলা চালায়। দেশি অস্ত্র দিয়ে আমার মাথায় বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করেছে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই তখন আমার লোকজন আমাকে নিয়ে খানপুর হসপিটালে নিয়ে ভর্তি করান।
এরপর হসপিটাল থেকে এসে শুনি জামাতের নেতা কফিল উদ্দিন আমার নামে ও আমার ভাগিনার নাম হত্যা মামলায় আসামি করেছে। অথচ কে এই মনির তা আমরা কখনো দেখিনা নাম শুনি না শুধু শুধু এই মিথ্যে মামলাটি দিয়ে আমাদেরকে ফাঁসানো হয়েছে। তাই আমরা কফিল উদ্দিনের এবং এই হত্যা মামলা আমাদেরকে দেওয়ার প্রতিবাদে আমরা সুষ্ঠু তদন্ত চাই।
এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানার এসআই বলেন, আমরা এ বিষয় কিছু এখন বলতে পারবো না। হান্নানের ভাগ্নি আঁখি বলেন, আমার মামাকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। জামাতের রোকন কফিল উদ্দিনের এই মামলাতে আমার মামার নাম দিয়েছে তাই আমরা সুষ্ঠু তদন্ত চাই। আমার মামা ও মামাতো ভাইকে এই মিথ্যে মামলা থেকে মুক্ত চাই।