হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে বিক্ষোভ
- আপলোড সময় : ০৬:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ২২০ বার পড়া হয়েছে
আড়াইহাজারে “বিশ্ব নবীর অপমান সইবে না মুসলমান” এমন স্লোগান দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন গোপালদী পৌরসভার ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহীদি জনতা। শুক্রবার জুমার নামজের পর উপজেলার গোপালদী বাসস্ট্যান্ড হতে বাজারে প্রায় ১ ঘণ্টার বেশি সময় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। গোপালদী জামে মসজিদের ইমাম মাওলানা আশেক এলাহীর নেতৃত্বে এ সময় বিক্ষোভে উপস্থিত ছিলেন গোপালদী জামে মসজিদের খতিব মাওলানা সাব্বির আহম্মেদসহ স্থানীয় মুসল্লিরা।
জানা গেছে, ভারতের মুম্বাইয়ে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে গোপালদী সড়কে একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। তারা দাবি করেন হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তিকারীকে শাস্তির আওতায় আনতে হবে।
তারা বলেছেন, নবীজির কোন অপমান এদেশের নবী প্রেমিক মুসলমানেরা সহ্য করবে না। এ জন্যে ভারত সরকার তথা মোদিকে ক্ষমা চাইতে হবে। তা না করলে আমরা কঠোর আন্দেলনে যাব।