কোনাপাড়া মান্নান স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে মহানবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ
- আপলোড সময় : ০৮:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ২৬২ বার পড়া হয়েছে
মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় কটূক্তিকারীদের বিচারের আওতায় না আনলে ভারতের সব পণ্য বয়কটের ঘোষণা দেন তারা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কোনাপাড়া প্রধান সড়ক এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মান্নান স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কটূক্তির বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে কোনাপাড়া থেকে ফার্মের মোড় হয়ে এলাকায় প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে মান্নান স্কুল রোড এলাকায় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্যে মান্নান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিয়া বলেন, আমি আমার রাসূলের সৈনিক। আমি যদি তার সাফায়ত পেতে চাই তাহলে অবশ্যই তার আনুগত্য করতে হবে। কিন্তু ভারতে আমাদের মহানবীকে নিয়ে রামগিরি মহারাজ নামে একজন কটূক্তি করেছেন। বিজেপি তাকে সমর্থন করেছে। আমরা মুসলিম হিসেবে এ কটূক্তিকারীর ফাঁসির দাবি জানাই।
ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান বলেন, ভারতের বিজেপির এক নেতা বাংলাদেশকে খণ্ডবিখণ্ড করার কথা বলেছেন। এছাড়া রামগিরি নামে এক ধর্মগুরু আমাদের প্রিয় নবীকে নিয়ে কটূক্তি ও ইসলামকে অবমাননা করেছেন। পরে আর কেউ এমন কর্মকাণ্ড যাতে না করতে পারে সেজন্য কটূক্তিকারীদের ফাঁসির দাবিতে আমরা বিক্ষোভ কর্মসূচিতে নেমেছি।
মাওলানা মোঃ মনোয়ার হোসাইন নামে শিক্ষক বলেন, আমরা মুসলিম হয়ে আমাদের বিশ্বনবীকে নিয়ে কোনো ধরনে কটূক্তি মেনে নিতে পারি না। ভারতের যে ব্যক্তি আমাদের নবীকে নিয়ে অপমানজনক কথা বলেছেন আমরা তার প্রতিবাদ এবং বিচারের দাবি জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ শাখার ইনচার্জ আব্দুস সাত্তার, খালিদুজ্জামান বুলবুল, হুমায়ুন কবির সুলতানা সুমা ,মনু দেওয়ান, রনি সীমান্ত, মাওলানা মহিউদ্দিন, মান্নান স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।