ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় সুলতানুল আরেফীন আদিত্য’র নতুন বই স্যাংশন

মো: সাদ্দাম হোসেন মুন্না খান (নিজস্ব প্রতিবেদক)
মো: সাদ্দাম হোসেন মুন্না খান (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১০:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / ৯৮২ বার পড়া হয়েছে

কথাসাহিত্যিক সুলতানুল আরেফীন আদিত্য’র নতুন বই আসছে
স্যাংশন । এর আগে তার লেখা বই সাঁকো এবং একটি নীলপরী ও স্যাক্রিফাইস নামের দুটি বই প্রকাশিত হয় । যা পাঠক মহলে ব্যাপক
সাড়া ফেলেছিল । তারই ধারাবাহিকতায় এবার আসছে স্যাংশন ।
নিচে স্যাংশন থেকে ফ্লাপের কিছু লেখা তুলে ধরা হল …
একদিন আমাকে জিজ্ঞেস করলে ,
তোমার প্রিয় জিনিস কি ?
আমি বললাম , কলম ।
তুমি বাজার থেকে সবচেয়ে দামী কলম আমাকে উপহার দিলে ।তোমার দামী জিনিসটা আমি অযত্নে রেখে দিলাম ।
কিছু লিখলেই হয় তোমার বিরুদ্ধে যায় , নয়তো আমার বিরুদ্ধে।
দিনশেষে তো আমরা নিজেকে হত্যা করতে পারিনা ।

বইটি প্রকাশ করেছে শব্দঘর প্রকাশন । বইটির প্রচ্ছদ করেছেন তৌহিদ আহাম্মেদ লিখন । বইটির পরিবেশক দুয়ার প্রকাশনী
হওয়ায় , বইমেলার প্রথমদিন থেকেই দুয়ার প্রকাশনীর ৩৫৬ নম্বর স্টলে পাওয়া যাবে ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বইমেলায় সুলতানুল আরেফীন আদিত্য’র নতুন বই স্যাংশন

আপলোড সময় : ১০:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

কথাসাহিত্যিক সুলতানুল আরেফীন আদিত্য’র নতুন বই আসছে
স্যাংশন । এর আগে তার লেখা বই সাঁকো এবং একটি নীলপরী ও স্যাক্রিফাইস নামের দুটি বই প্রকাশিত হয় । যা পাঠক মহলে ব্যাপক
সাড়া ফেলেছিল । তারই ধারাবাহিকতায় এবার আসছে স্যাংশন ।
নিচে স্যাংশন থেকে ফ্লাপের কিছু লেখা তুলে ধরা হল …
একদিন আমাকে জিজ্ঞেস করলে ,
তোমার প্রিয় জিনিস কি ?
আমি বললাম , কলম ।
তুমি বাজার থেকে সবচেয়ে দামী কলম আমাকে উপহার দিলে ।তোমার দামী জিনিসটা আমি অযত্নে রেখে দিলাম ।
কিছু লিখলেই হয় তোমার বিরুদ্ধে যায় , নয়তো আমার বিরুদ্ধে।
দিনশেষে তো আমরা নিজেকে হত্যা করতে পারিনা ।

বইটি প্রকাশ করেছে শব্দঘর প্রকাশন । বইটির প্রচ্ছদ করেছেন তৌহিদ আহাম্মেদ লিখন । বইটির পরিবেশক দুয়ার প্রকাশনী
হওয়ায় , বইমেলার প্রথমদিন থেকেই দুয়ার প্রকাশনীর ৩৫৬ নম্বর স্টলে পাওয়া যাবে ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন