শিরোনাম :
আড়াইহাজার থানার নতুন ওসি এনায়েত হোসেনের যোগদান
রফিকুল ইসলাম রানা (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৫:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৫৭ বার পড়া হয়েছে
নারায়নগঞ্জরে আড়াইহাজার থানায় নবাগত অফসিার ইনর্চাজ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. এনায়তে হোসেন। শুক্রবার (১৩ সপ্টেম্বের) তিনি আড়াইহাজার থানায় যোগদান করেন। ২৩তম পুলিশ ব্যাচে পুলিশের উপ-পরর্দিশক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরর্বতীতে পুলশি পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর থকেে এ র্পযন্ত সাড়া দেশে পুলিশের মধ্যে বদলির প্রকৃয়া চলমান রয়ছে। এর অংশ হিসেবে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহকে শিল্প পুলিশে বদলি করা হয়। এর পর শুক্রবার নতুন ওসি হিসেবে মো. এনায়তে হোসেন আড়াইহাজার থানায় যোগদান করেন।